দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তিকৃত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণের আমন্ত্রণ জানিয়ে প্রকাশ্যে এলেন হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি।
ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখার ফেসবুক পেজ থেকে 'নবীনবরণ ও ক্যারিয়ার গাইড লাইন' শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখার সভাপতি মুহা. রিজওয়ানুল হক ও সেক্রেটারি শেখ রিয়াদ।
মঙ্গলবার রাতে ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখার ফেসবুক পেজ থেকে নবীনবরণের আমন্ত্রণ জানানো চিঠিটি ছড়িয়ে পড়ে।
মুহা. রিজওয়ানুল হক বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী এবং সেক্রেটারি শেখ রিয়াদ সমাজবিজ্ঞান বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী।
নবীন শিক্ষার্থীদের উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে ফেসবুক পোস্টে হাবিপ্রবি শিবির সভাপতি ও সেক্রেটারি বলেন, আশা করি আল্লাহর অপার করুণায় আপনি সুস্থ আছেন। ভর্তিযুদ্ধে সফল হয়ে হাবিপ্রবি পরিবারের অংশ হওয়ায় আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মতো জ্ঞানপিপাসু ও স্বপ্নবাজ নবীনদের পদচারণায় আমাদের এই বিদ্যাপীঠ আজ মহিমান্বিত।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সম্মানে আমরা "নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন" অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আমাদের এই প্রয়াসের উদ্দেশ্য আপনাদেরকে বিশ্ববিদ্যালয় জীবনের নবতর অধ্যায়ে সাদরে স্বাগত জানানো, আপনাদের মধ্যে সৌহার্দ্যের বন্ধনকে আরো নিবিড় করে গড়ে তোলা এবং শিক্ষার আলোকে সমৃদ্ধ এ প্রঙ্গণে আপনাদের এগিয়ে যেতে সহায়তা করা।
স্থান: রেজিষ্ট্রেশন শেষে সংখ্যা বিবেচনায় স্থান নির্বাচন করে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
আপনাদের এই নতুন যাত্রাপথকে আরও উজ্জ্বল ও সুখকর করে তুলতে আমাদের এই আয়োজন। আপনারা সকলেই আমাদের এই আন্তরিক প্রয়াসে সানন্দে যোগ দেবেন এবং অনুষ্ঠানকে সার্থক করে তুলবেন বলে আমরা প্রত্যাশা করি। আশা করছি, আপনি আমাদের এই নিমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের সম্মানিত করবেন।
জানা যায়, সভাপতি মুহা. রেজওয়ানুল হক ও সেক্রেটারি শেখ রিয়াদ সভাপতি ও সেক্রেটারি উভয়ের বাড়ি রংপুরে।
এএইচ/এমএ