শনিবার বিকেলে জেলা শহরের শের-ই-বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইমাম।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাঠুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুবেল মন্ডল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিমসহ অনেকে।
বিদায়ী শিক্ষিকা রিজিয়া খান বলেন, শিশুদের প্রতি ভালোবাসা থেকে প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি শুরু করেছিলাম। তাই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেও প্রতিদিন অন্তত ৬ থেকে ৭টা করে ক্লাস নিয়েছি। শিক্ষক হিসেবে সম্মাননা পেয়ে আনন্দিত ও গর্বিত।
শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সেই সৃষ্টির ভিত্তি রচনা করেন। তাই প্রাথমিক শিক্ষকদের মর্যাদা সবার উপরে থাকবে এবং বর্তমান সরকার শিক্ষকদের সকল দাবি পূরণ করার মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধি করবে- এমনটাই প্রত্যাশা করেন বক্তারা।