Friday | 24 January 2025 | Reg No- 06
Epaper | English
   
Friday | 24 January 2025 | Epaper

ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু

Published : Wednesday, 22 November, 2023 at 4:45 PM  Count : 272
জয়পুরহাটেকালাইয়ে ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। বুধবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আব্দুল আলিম (৪২) উপজেলার উদয়পুর ইউনিয়নের গারামতলা-পূর্বকৃষ্টপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দীকের ছেলে।

ঘাতক ছেলের নাম রিজভি (২১)। 

এ ঘটনায় দুপুরে নিহতের ভাই বাবলু ফকির বাদি হয়ে নিহতের ছেলে রিজভি ও তার স্ত্রী জান্নাতি বেগমকে আসামি কালাই থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন৷

নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন পূর্বে বাবার অমতে ছেলে রিজভি বিয়ে করেন। এরপর স্ত্রী জান্নাতি বেগমের সঙ্গে ভিন্ন জায়গায় থাকতেন তিনি। এরই মধ্যে গত সোমবার স্ত্রীকে নিয়ে রিজভি বাড়িতে উঠেন। ওইদিন গভীর রাতে নিজের বাড়িতে পারিবারিক কলহের জেরে ছেলে রিজভি আহম্মেদ তার বাবা আব্দুল আলিমকে কুড়াল দিয়ে এলোপাতারি আঘাত করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল আলিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আলিমের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ছেলে রিজভি পলাতক রয়েছেন বলে জানা গেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াসিম আল বারী জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে কালাই থানায় দুপুরে দু'জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রিজভি এবং তার স্ত্রী জান্নাতি বেগমকে দ্রুত গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।

-টিআই/এমএ
Related topic   Subject:  জয়পুরহাট   কালাই  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close