For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

আশুলিয়ার অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা

Published : Wednesday, 1 November, 2023 at 6:50 PM Count : 499

শিল্পাঞ্চল সাভারেআশুলিয়ায় টানা তিন দিন ধরে মজুরী বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ চলে এলেও বুধবার দিনব্যাপী কোথাও কোনো শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। এদিন শিল্পাঞ্চলের পরিবেশ শান্ত থাকলে মানুষের মনে আতঙ্ক তৈরীর পাশাপাশি থমথমে পরিবেশ বিরাজ করেছে। নিরাপত্তার স্বার্থে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া, ছয়তলা, নরসিংহপুর এলাকায় ঘুরে কোনো শ্রমিকদের রাস্তায় জড়ো হতে দেখা যায়নি। বিক্ষোভ বা মিছিলের কোনো ঘটনা না ঘটলেও সড়কে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, জামগড়া ও তার আশপাশের এলাকায় অবস্থিত এনভয়, হা-মিম, ডেকো, শারমিন, এফএনএফ, দি রোজ, পলমলসহ ৩২টি কারখানায় সাধারণ ছুটি চলছে। ফ্যাশন ফোরাম, আইডিএস, উচ্ছো ফ্যাশন নামে আরও তিনটি কারখানায় সকালে শ্রমিকরা গেলে তাদেরও ছুটি দেওয়া হয়। এছাড়া জিটকো নামে একটি কারখানার শ্রমিকরা নিজেরাই কারখানা থেকে সকালে বের হয়ে যায়।

সকাল সাড়ে ৮টার দিকে নিশ্চিন্তপুরে ৩০-৪০ জন শ্রমিক এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছু বেষ্টনী ভেঙে সড়ক বন্ধের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয়। 
এছাড়া, সড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকরা নামার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাই বাসায় চলে যায়। শুধুমাত্র নাসা গ্রুপের কারখানার শ্রমিকরা সকালে বিক্ষোভের চেষ্টা করেছিল, পুলিশের অবস্থানের কারণে তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পরে আর সড়কে আসেনি।

সাজোয়া যান, জলকামানসহ পুলিশের উপস্থিত রয়েছে এই সড়কটি বিভিন্ন স্থানে। এর পাশাপাশি সড়কে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিভিন্ন কারখানার মূল ফটকে লাগানো নোটিশে বলা হয়েছে, কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক কারখানার সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে কারখানার কার্যক্রম সচল থাকবে। এ ক্ষেত্রে সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের যথাসময়ে কারখানায় উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি মো. ইব্রাহিম বলেন, ‘৩২টি কারখানায় সাধারণ ছুটি চলছে। আরও কিছু কারখানা ছুটি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি কারখানায় অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়েছে। আমরা আশা করছি বৃহস্পতিবার থেকে সব কারখানায় পুরোদমে কাজ শুরু করবে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের আহ্বানে আমরা ৩৫টি শ্রমিক সংগঠনের নেতারা জরুরী বৈঠক করি। পরে সে বৈঠক থেকে সিদ্ধান্ত গৃহীত হয় যে আমরা শ্রমিক নেতারা শ্রমিকদের সঠিক বার্তা পৌছে দেব। রাতে আমরা আমাদের সাধ্যমত সেটাই করেছি। ফলশ্রুতিতে আজ (বুধবার) আশুলিয়ার পরিবেশ অনেকটাই শান্ত।’

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘গত দিনগুলোর চেয়ে বুধবারের পরিস্থিতি অনেকটাই ভালো। অনেক কারখানা চলছে, কিছু কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। রাস্তার পাশে কিছু কারখানা বন্ধ রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি জলকামান, সাজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে।’

-ওএফ/এমএ

তৃতীয় দিনেও শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া
মজুরী বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, গুলিবিদ্ধসহ আহত ৩০

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,