শাহরুখকে দোষারোপ করলেন আরিফিন শুভ!
Published : Monday, 30 October, 2023 at 8:07 PM Count : 468
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রচারে বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ। বাংলাদেশি অভিনেতা হয়েও হিন্দিতে ভীষণ সাবলীল আরিফিন শুভ।
তিনি বলেন, ‘মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো। লোকেরা আমার নাম অরবিন্দ দিয়েছে এখানে। ভালোবেসে আমাকে অরবিন্দ বলে এবং আমি তাতে সম্মতি দিই। মুজিব টিম এবং কলাকুশলীদের সঙ্গে চার বছর কাটানোর পর, আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করছি।’
তবে সাবলীল ভাবে হিন্দি কথা বলতে পারার পেছনে কার অবদান, এমন প্রশ্নে এই অভিনেতা বলেন, ‘দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সব বলিউড তারকাকে দোষ দিন।’ যদিও বিষয়টি মজা করেই বলেছেন তিনি।
কারণ বাংলাদেশে হিন্দি সিনেমার ব্যাপক প্রভাব। যেটা প্রভাবিত করেছে আরিফিন শুভকেও। তার কথায়, ‘আমি অনেক সিনেমা দেখি। আমার বাবা ইউসুফ সাহেবের (দিলিপ কুমার) ভক্ত। আমরা রেডিওতে বলিউডের পুরনো গান শুনতাম, তার সঙ্গে সাদা-কালো ছবি দেখতাম। আমি ‘শোলে’ থেকে ‘জওয়ান’, ‘পাতাল লোক’-সহ সব কিছুই দেখেছি। আজকাল প্রযুক্তির কারণে কোনো ফাঁক নেই, এটি একটি বৈশ্বিক গ্রাম এবং আমি নিজেকে ভারতের খুব কাছাকাছি অনুভব করি।’
বলিউডে কাজ করার আকাঙ্খা আছে কি না এমন প্রশ্নের জবাবে আরিফিন বলেন, ‘এই মুহূর্তে বলতে পারছি না।’
-এমএ