আদালতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
Published : Sunday, 29 October, 2023 at 8:49 PM Count : 324
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে নেওয়া হয়েছে।
রোববার রাত ৮টা ১০ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।
এর আগে আটকের প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আটক দেখানোর পর আজ রাতেই মির্জা ফখরুলকে আদালতে নেওয়া হয়। রাত ৭টা ৪২ মিনিটে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে বিএনপি মহাসচিবকে নিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের উদ্দেশে রওনা হয় পুলিশ।
এর আগে রোববার সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি)। আটকের সাড়ে ৯ ঘণ্টা পর তাকে গ্রেপ্তার দেখানোর কথা জানায় পুলিশ।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগম, ছোট ভাই মির্জা ফয়সাল, ব্যক্তিগত সহকারী ইউনুস আলীসহ আইনজীবী ফোরাম নেতৃবৃন্দ।
এসআর