For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বিএনপির বৈঠকে পুলিশের ধাওয়া, আহত ৪

Published : Friday, 27 October, 2023 at 3:10 PM Count : 923

মৌলভীবাজারেকমলগঞ্জে বিএনপির নেতাকর্মীরা গোপনে বৈঠক চলাকালে পুলিশের ধাওয়ায় চার পুলিশের ওপর অতর্কিতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নে নইনারপার ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বাসায় এ ঘটনা ঘটে। 

ঘটনার ১০-১৫ মিনিট পর দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করছেন। সে সময় মিছিলে তারা স্লোগান দেন, পুলিশের উপর হামলা কেন জবাব চাই। এভাবে রাত ১১টা পর্যন্ত মিছিল করতে থাকেন তারা।

আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই বিজয় প্রসাদ দেবনাথ, এএসআই পরিমল চন্দ্র সীল, কনস্টেবল মো. আজহারুল ইসলাম রাব্বি, আমিনুল ইসলাম। আহতদের মধ্যে দু'জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় চলে এলেও বাকি দু'জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার নইনারপারে ছাত্রদল নেতা ফয়সাল আহমদের বাসায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির ২৮ অক্টোবর ঢাকার কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে এসে ধাওয়া করলে বৈঠক ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা রাস্তার পাশের ভবনের ছাদের ওপর থেকে পুলিশের ওপর ইটপাটকেল মারলে চার পুলিশ আহত হয়।

ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ বলেন, আমরা অন্যান্য দিনের মতো সবাই বসে মিটিং করছিলাম কোনো গোপন বৈঠক না। হঠাৎ পুলিশের বাঁশির আওয়াজ শুনে সবাই পালিয়ে যায়। তাদের ওপর আমরা কেউ ইটপাটকেল নিক্ষেপ করিনি। এটা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাজানো নাটক। তারাই এ নাটক সাজিয়ে আমাদের ফাঁসাতে চাচ্ছে। তবে পুলিশের উপর এ হামলার তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, আমার এলাকার ছাত্রদল নেতা অনিকের বাসায় হামলা চালানো হয়েছে। যুবদল নেতা কবির হোসেনের দোকানে লুটপাট ও ভাঙ্গচুর করা হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী বলেন, ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতার পরিকল্পনা করছিলো তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গেই হামলা করে তারা। এতে আমাদের চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

-এসএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,