কুড়িগ্রামে ধান খেত থেকে যুবকের বস্তা বন্দী লাশ উদ্ধার
Published : Sunday, 15 October, 2023 at 3:01 PM Count : 486
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি ধান খেত থেকে এক যুবকের বস্তা বন্দী লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য সখিনা (৫০) নামে এক বৃদ্ধাকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের আঙ্গারীয়া গ্রামের জনৈক আজিজুল হকের পুত্র শাহীন আলম (৩৬) গত ১৩ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন।
রোববার সকালে আঙ্গারীয়া গ্রামের একটি মন্দিরের পাশে নির্জন স্থানে জনৈক মাইদুল নামের এক ব্যক্তি ধান খেত দেখতে গেলে বস্তা বন্দী লাশ দেখতে পায়।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশটি থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, নিহতের মাথায়, কাঁধে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে,দুদিন আগে তাকে হত্যা করা হয়েছে।
ভূরুঙ্গামারী ও কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান জানান, এ ব্যাপারে সন্দেহভাজন এক ব্যক্তির মা সখিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একটি মোবাইলকে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে পারিবারিক সুত্রে জানাগেছে। নিহত শাহীন আলম বিবাহিত এবং এলাকায় শ্রমিকের কাজ করতো।
এএইচ/এমবি