থাই স্যুপ |
![]() চিকেন স্টক- ৩ কাপ, মুরগির মাংস কিউব- ১/৪ কাপ, চিংড়ি- ১/২ কাপ, কাঁচা মরিচ ফালি- ৩টি, লেমন গ্রাস- ১০ টুকরা, লবণ- ১ চা চামচ, চিনি- ২-৩ চা চামচ, কর্ন ফ্লাওয়ার- দেড় টেবিল চামচ, টমেটো সস- ৩ টেবিল চামচ, সুইট চিলি সস- দেড় টেবিল চামচ, ডিমের কুসুম- ২টি, ভিনেগার/লেবুর রস- ১ চা চামচ। প্রস্তুত প্রণালী: প্রথমে আধা কাপ ঠান্ডা চিকেন স্টকের সঙ্গে ভালো ভাবে কর্ন ফ্লাওয়ার মিশিয়ে নিন। ডিমের কুসুম ফেটে নিন। যে পাত্রে স্যুপ তৈরি করা হবে সে পাত্রে একে একে চিকেন স্টক, গোলানো কর্ণ ফ্লাওয়ার, কাঁচা মরিচ ফালি, মুরগির মাংস, চিংড়ি মাছ, লবণ, লেমন গ্রাস, চিনি, টমেটো সস, সুইট চিলি সস, ডিমের কুসুম, লেবুর রস সব একসঙ্গে ভালো করে মেশান। এবার পাত্রটি চুলায় বসিয়ে দিন। ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। এই ১০ মিনিট সারাক্ষণ স্যুপ নাড়তে থাকুন। ১০ মিনিট পর স্যুপের পাত্র চুলা থেকে নামিয়ে নিন, এই সময়ের মধ্যেই চিংড়ি ও মুরগির মাংস সিদ্ধ হয়ে যাবে এবং স্যুপ ঘন হয়ে যাবে। এরপর মজাদার চিলি স্যুপ ওয়াটারের সঙ্গে পরিবেশন করুন গরম গরম থাই স্যুপ। -এমএ |