গভীর রাতে গ্রেপ্তার বিএনপি নেতা এ্যানি
Published : Wednesday, 11 October, 2023 at 2:28 PM Count : 475
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ২টায় তাকে গ্রেপ্তার করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, ২৫ মে ধানমন্ডি থানায় বিরুদ্ধে দায়ের হওয়া ‘রাজনৈতিক’ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে লক্ষ্মীপুরে ২টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রাত ২টায় বাসায় গিয়ে দরজা ভেঙে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
এমবি