পদ্মার ৪৪ কেজির বাঘাইড় ৫৫ হাজার টাকায় বিক্রি |
![]() বুধবার ভোরে দৌলতদিয়া ৬ নং ফেরিঘাটে দুলাল মন্ডলের আড়তে মাছটি নিয়ে এলে উন্মুক্ত নিলামে এক হাজার ২৫০ টাকা কেজি দরে স্থানীয় মৎস ব্যবসায়ী নুরু ও আজগর কিনে নেন। জেলে শ্যামল দত্ত জানান, অন্যান্য দিনের মতো তিনি তার লোকজন নিয়ে ৭ নং ফেরিঘাটের অদূরে পদ্মায় মাছ ধরতে যান। পদ্মা-যমুনার মোহনায় মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য ফেরিঘাটে দুলাল মন্ডলের মৎস আড়তে নিয়ে আসি। মাছটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়। মৎস্য ব্যবসায়ী আজগর বলেন, পদ্মা নদীর ৪৪ কেজি ওজনের মাছটি এক হাজার ২৫০ টাকা দরে ৫৫ হাজার টাকা দিয়ে ক্রয় করেছি। পরে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১৩০০ টাকা দরে ৫৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। জেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোস্তফা আল রাজীব মুঠোফোনে বলেন, বাঘাইড় মাছ ধরা বা সংরক্ষণ করা মৎস আইনের মধ্যে পড়ে। বিলুপ্তপ্রায় এ মাছ সংরক্ষণ ও পরিবহন করলে এক বছরের কারাদণ্ডসহ অনাদায়ে ৫০ হাজার টাকা হতে পারে। -এসআই/এমএ |