এক রাতেই কিশোরী থেকে কিশোর!
Published : Sunday, 1 October, 2023 at 3:35 PM Count : 514
বিরামপুর উপজেলার কসবা সাগরপুর গ্রামে এক রাতেই কিশোরীর লিঙ্গ পরিবর্তন হয়ে কিশোরে পরিণত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবর্তিত কিশোরের পিতা-মাতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামের কমর আলীর এক মেয়ে ও এক ছেলে সন্তান। মেয়ে নাইমা আক্তার লিমা স্থানীয় চতুরপুর মাদ্রাসায় ৭ম শ্রেণীর ছাত্রী।
গত ২৭ সেপ্টেম্বর (বুধবার) সকালে ঘুম থেকে উঠে লিমা তার লিঙ্গ পরিবর্তনের কথা তার দাদী ও মাকে জানায়। লিমার দাদী রহিমা বিবি ও মা পিয়ারা খাতুন লিমার লিঙ্গ পরিবর্তনের সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে পরিবারের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। জোতবানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আমি লিমার মা-বাবার মুখে ঘটনাটি শুনে নিশ্চিত হয়েছি। লিমাকে দেখতে অনেক মানুষ ভিড় করছে। তিনি আরো জানান, লিমার নাম পরিবর্তন করে এবং ছেলের পোষাক পরিয়ে আগামী শুক্রবার (৬ অক্টো:) গ্রামের মসজিদে তুলে নিয়ে দোয়া খায়ের করা হবে।
এমআর/এমবি