৫৫তম ফিফটি সাকিবের
Published : Friday, 15 September, 2023 at 5:45 PM Count : 341
এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে হেরে টাইগারদের বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। শুক্রবার ভারতের বিপক্ষে গুরুত্বহীন ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
দলের এমন ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া সাকিব ওয়ানডে ক্যারিয়ারের ২৪০তম ম্যাচে ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেলকে ছক্কা হাঁকিয়ে ৬৫ বলে ক্যারিয়ারের ৫৫তম ফিফটি পূর্ণ করেন সাকিব। ওয়ানডেতে তার নয়টি সেঞ্চুরি রয়েছে।
এদিন শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের ১২তম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫.৪ ওভারে মাত্র ২৮ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে টাইগাররা।
ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে ফেরেন লিটন কুমার দাস। লিটনের মতো একই অবস্থা তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের। তিনি শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে ফেরেন। ৩.১ ওভারে ১৫ রানে ফেরেন দুই ওপেনার।
গত বছরের ১০ ডিসেম্বরের পর ওয়ানডে ম্যাচে সুযোগ পেয়ে সুবিধা করতে পারেননি জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া তারকা ওপেনার এনামুল হক বিজয়। তিনি ফেরেন ১১ বলে মাত্র ৪ রানে।
দলীয় ৫৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন মিরাজ। তার আগে ২৮ বলে এক বাউন্ডারিতে ১৩ রান করেন এই অলরাউন্ডার।
এশিয়া কাপের চলতি আসরে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আসরে নিজেদের শেষ ম্যাচে খেলছে টাইগাররা। গুরুত্বহীন ম্যাচে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে যায় টাইগাররা।
এমবি