বিয়ের ৩ দিনের মাথায় স্বামীকে খুন করল স্ত্রী
Published : Tuesday, 29 August, 2023 at 6:46 PM Count : 193
রাজশাহীর বাগমারায় বিয়ের তিন দিনের মাথায় স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন স্ত্রী। পরে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক (৩১) ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজ্জাক পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। এর আগেও তার বিয়ে হয়েছিল। আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় শুক্রবার (২৫ অগাস্ট) পার্শ্ববর্তী মোহনপুর উপজেলার শাপলার সঙ্গে তার বিয়ে হয়। শাপলারও এটি দ্বিতীয় বিয়ে ছিল।
নিহতের বাবার রফিকুল ইসলাম জানান, ধুমধাম করে ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে শাপলার বিয়ে দেই। বিয়ের পর এই তিন দিনে তার ছেলে ও ছেলের বউ এর মধ্যে কোনো ঝগড়া-বিবাদ কিংবা কোনো মান অভিমানও লক্ষ্য করেননি তিনি। তবুও হঠাৎ করে এমন দুর্ঘটনা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই সুব্রত কুমার দাস জানান, ঘটনার দিন রাতের খাবার শেষে তারা স্বামী-স্ত্রী ঘুমাতে যায়। পরিবারের অন্য সদস্যরাও তখন ঘুমিয়ে। হঠাৎ আনুমানিক রাত সাড়ে ১০টা/১১টার দিকে কিছু একটার শব্দ পেয়ে বাবা রফিকুল ইসলামের ঘুম ভেঙ্গে যায়। তিনি ছেলে আব্দুর রাজ্জাকের ঘরের দরজায় কড়া নাড়তে থাকেন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় তিনি জোরে জোরে দরজাতে ধাক্কা দিতে থাকেন। একসময় শাপলা দরজা খুলে দিলে তিনি তার ছেলের লাশ বিছানায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, শাপলা খাতুন একেকবার একেক কথা বলছেন। তিনি কখনো বলছেন, তারা স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে বালিশ চাপা খেলা খেলতেন। এতে দুর্ঘটনাবশত রাজ্জাকের মৃত্যু হয়েছে। আবার কখনো বলছেন, তার স্বামী শারীরিক ভাবে অক্ষম ছিলেন। এ কারণে রেগে গিয়ে তাকে বালিশ চাপা দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, শারীরিক অক্ষমতার কারণেই শাপলা তার স্বামীকে খুন করেছেন। কারণ, একই কারণে আগের স্ত্রীর সঙ্গে রাজ্জাকের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল।
তিনি জানান, এই হত্যাকাণ্ডের অভিযোগে একমাত্র আসামি শাপলা খাতুনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
-এএইচ/এমএ