যেভাবে দূর করবেন ঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশ |
![]() কয়েকটি উপায়ে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে পারেন- ঘরে বায়ু চলাচল স্বাভাবিক রাখুন বৃষ্টি হলে অনেকেই জানালা-দরজা বন্ধ করে থাকেন। তবে মাঝে মধ্যে জানালা খুলে দিন, যাতে ঘরে বাতাস চলাচল করতে পারে। এতে ঘর স্যাঁতস্যাঁতে হবে না। ঘরের আর্দ্রতা দূর করুন আর্দ্রতা নিয়ন্ত্রণ ও কমানোর সবচেয়ে সহজ উপায় হলো রান্নার সময় সসপ্যান ঢেকে রাখা, যাতে বাষ্প তৈরি না হয়। ঘরে ভেজা কাপড় শুকাবেন না ও গোসলের পর বাথরুম মুছে রাখুন। এছাড়া ঘরের ভেতর থেকে অতিরিক্ত আর্দ্রতা অপসারণ করতে একটি পোর্টেবল ডিহিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। দেওয়ালে ছত্রাক জমলে পরিষ্কার করুন বর্ষায় ঘরের বিভিন্ন দেওয়ালে ছত্রাক দেখা দেয়। ঘরের ওযেসব স্থান বেশি আর্দ্র থাকে বা বাতাস চলাচল করতে পারে না সেখানে এমনটি ঘটে। বিশেষ করে আসবাবপত্রের পেছনের দেওয়াল, বাড়ির অব্যবহৃত কোণ, জানালার সিল, ওয়ারড্রোব ও বন্ধ রান্নাঘর বা বাথরুমের ক্যাবিনেটে। সতর্কতা হিসেবে, সব সময় আসবাবপত্র দেওয়াল থেকে কমপক্ষে দুই ইঞ্চি দূরে রাখুন। এতে বাতাস অবাধে চলাচল করতে পারে ও ছত্রাকের বৃদ্ধি রোধ হবে। দেওয়াল ও আসবাবপত্র ছত্রাকমুক্ত রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো এটি একটি ভেজা কাপড় দিয়ে মুছে ফেলা। পরবর্তী সময়ে তিন ভাগ পানি দিয়ে এক ভাগ ব্লিচের দ্রবণ তৈরি করে সেখানে স্প্রে করুন। কয়েক মিনিটের জন্য থাকতে দিন, তারপর ছাঁচ অদৃশ্য না হওয়া পর্যন্ত একটি নরম ব্রাশ দিয়ে পৃষ্ঠটি ঘষে নিন। এক্সজস্ট ফ্যান চালু করুন রান্নাঘরে রান্না করার সময় বা বাথরুমে গরম গোসল করার সময় আর্দ্রতার মাত্রা বেড়ে যায়। এ কারণে রান্নাঘরের হাবের উপরে একটি চিমনি ইনস্টল করুন, যাতে এটি বাষ্প, রান্নাঘরের গন্ধ ও রান্না করার সময় উৎপাদিত অন্যান্য দূষককে নির্মূল করে। আর্দ্রতা শোষণ করে এমন গাছ রাখুন বস্টন ফার্ন, পিস লিলি, অ্যারেকা পাম, ইংলিশ আইভি ও স্পাইডার প্ল্যান্টের মতো হাউসপ্ল্যান্ট ঘরে রাখুন। এসব গাছ বাতাস থেকে আর্দ্রতা অপসারণ করতে কার্যকর। এই গাছগুলো কেবল আর্দ্রতাই কমায় না বরং বায়ু বিশুদ্ধকারী হিসেবেও কাজ করে যা ক্ষতিকারক রাসায়নিক শোষণ করে এবং অভ্যন্তরীণ বায়ুর গুণমান উন্নত করে। সূত্র, ইন্টারনেট। -এমএ |