For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

রাজশাহীতে এবার অনলাইনে ১৬২ কোটি টাকার পশু বিক্রি

Published : Monday, 26 July, 2021 at 8:40 PM Count : 705

গত বছর তেমন সাড়া না মিললেও এবার জমজমাট হয়েছে অনলাইন পশুর হাট। কোরবানির ঈদকে কেন্দ্র করে বিভাগে এবার অনলাইনে ১৬২ কোটি ২১ লাখ ৬৬ হাজার ৯৯৯ টাকার পশু বিক্রি হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দফতর।

প্রাণিসম্পদ দফতর জানায়, করোনা সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে গুরুত্ব দেওয়া হয় ভার্চুয়াল মাধ্যমকে। সেই ধারণা থেকেই চালু হয় অনলাইন পশুর হাট। এবারের কোববানির ঈদে অনলাইনে ২৯ হাজার ৩০০টি গবাদিপশু বিক্রি হয়েছে। এসব পশুর দাম ১৬২ কোটি ২১ লাখ ৬৬ হাজার ৯৯৯ টাকা। 

প্রাণিসম্পদ অধিদফতর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে ১৪২টি অনলাইন পশুর হাট চালু করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের চেয়েও বেশি পশুর হাট চালু হয়েছে। এর সংখ্যা প্রায় ১ হাজার ১০৯টিরও বেশি। সরকারিভাবে ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত হয়েছে আরো ৫টি হাট। এসব হাটে ৩ লাখ ৯২ হাজার ৬৭৬টি গবাদিপশুর ছবিসহ বিবরণ আপলোড করা হয়েছে বলে জানায় দফতর।

জানতে চাইলে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক উত্তম কুমার দাস বলেন, অনলাইন হাট এবার বেশ সাড়া ফেলেছে। তবুও ৮০ ভাগ পশু প্রচলিত হাটেই বিক্রি হয়েছে। বাকি ২০ ভাগ অনলাইনে। অনলাইন হাটে গরু-মহিষের তথ্য আপলোড হয়েছে ২ লাখ ৭৪ হাজার ২৭৩টি। ছাগল-ভেড়া আপলোড হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪০৩। মোট আপলোডকৃত পশুর মধ্যে বিক্রি হয়েছে ১৬ হাজার ৯৭৮। লেনদেন হয়েছে ১৬২ কোটি ২১ লাখ ৬৬ হাজার ৯৯৯ টাকা।
তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহীকে ছাড়িয়ে সবচেয়ে বেশি অনলাইনে পশু বিক্রি হয়েছে নাটোরে। নাটোরে ভার্চুয়াল পশুর হাট রয়েছে ৬৫১টি। সেসব হাটে এ পর্যন্ত আপলোড হয়েছে ৩৪ হাজার ৩৬০ গরু-মহিষ এবং ৪১ হাজার ২৯২ ছাগল-ভেড়া। এর মধ্যে ৬ হাজার ২১২ গরু-মহিষ এবং ৭ হাজার ৯১৯ ছাগল-ভেড়া বিক্রি হয়েছে। লেনদেন হয়েছে ৬০ কোটি ৮২ লাখ ২৩ হাজার ২২ টাকার পশু।

দ্বিতীয় স্থান ধরে রেখেছে জয়পুরহাট জেলা। এ পর্যন্ত জয়পুরহাটে ৩৭ হাজার ৩৫২টি পশু আপলোড হয়েছে। এর মধ্যে বিক্রি হয়েছে ৭ হাজার ২৬৯টি। লেনদেন হয়েছে ৫৬ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার টাকা।

রাজশাহী মহানগর ও ৯টি উপজেলায় গত ১ জুন থেকে চালু হয় অনলাইন হাট। রাজশাহী প্রাণিসম্পদ দফতরের কর্মকর্তা ইসমাইল হক জানান, এ জেলায় ৬৫ হাজার ৯১৬টি পশুর তথ্য আপলোড করা হয়েছে। বিক্রি হয়েছে ২ হাজার ৪৮৪টি পশু। লেনদেন হয়েছে ৯ কোটি ৬৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা।

নওগাঁ জেলায় আপলোড হওয়া মোট ৩৭ হাজার ৯৫৯ পশুর মধ্যে বিক্রি হয়েছে ৯৪৫টি। এতে লেনদেন হয়েছে ৪ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ৪০০ টাকা। পাবনায় আপলোড হয়েছে ৭৫ হাজার ৬৪৭টি পশু। এর মধ্যে বিক্রি হয়েছে ২ হাজার ১৫২টি। লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৩ লাখ ১১ হাজার ৫০০ টাকা।

সিরাজগঞ্জে আপলোড হয়েছে ১৮ হাজার ২২৩টি পশু। এর মধ্যে বিক্রি হয়েছে ২৫৭টি। এতে লেনদেন হয়েছে ৭ কোটি ৯০ লাখ ৮৬ হাজার ৮২৭ টাকা। বগুড়ায় অনলাইনে আপলোড হয়েছে ৬৭ হাজার ৮৩৪টি পশু। এর মধ্যে বিক্রি হয়েছে এক হাজার ১৬৪টি পশু। লেনদেন হয়েছে ৫ কোটি ৪৭ লাখ ১৭ হাজার ৭৫০টাকা। চাঁপাইনবাবগঞ্জে মোট ১৪ হাজার ৯৩টি পশু আপলোড হয়েছে। এর মধ্যে ১ কোটি ১৮ হাজার টাকায় বিক্রি হয়েছে ১৭৮টি।

রাজশাহীর খামারি ও কৃষি উদ্যোক্তা আরাফাত রুবেল জানান, অনলাইন মাধ্যম ‘সওদাগর এগ্রো’তে গরু বিক্রি করছেন তিনি। কোরবানিযোগ্য ৬টি গরু বিক্রি ও চারটি গরুর দরদাম হয়েছে। তবে তিনি ৪টি গরু ঈদের পরে বিক্রি করবেন। অনলাইনে সবকিছু ঠিক থাকলেও খামার ফাঁকা করবেন না বলে সেগুলো দিতে চান না। নতুন গরু কেনার পরপরই সেগুলো ক্রেতার হাতে তুলে দিতে চান এই উদ্যোক্তা।

রাজশাহী মহানগরীর আরেক খামারি সুমন জানান, ‘সপুরা এগ্রো’ নামের অনলাইন মাধ্যম রয়েছে তার। অনলাইনে দেখে ফোনে যোগাযোগ করে অর্ধশতাধিক গরু-মহিষ বিক্রি করেছেন তিনি। তবে অনলাইনে প্রতারণার কোন জায়গা রাখেননি তিনি। ঢাকার পাইকারদের সরেজমিনে দেখিয়ে দরদাম করেই হাতে তুলে দিয়েছেন গরু।

প্রসঙ্গত, রাজশাহী বিভাগের আট জেলায় এবারের ঈদে মোট কোরবানিযোগ্য পশু রয়েছে ১৪ লাখ ৮৮ হাজার ১৬০। ষাঁড় রয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৯০০ টি, বলদ রয়েছে ১ লাখ ১৮ হাজার ১৯০টি। এছাড়া ৮৬ হাজার ৩৫২ গাভি, ২৫ হাজার ২৬১ মহিষ, ৭ লাখ ৭৩ হাজার ৯৩২ ছাগল এবং ১৪ লাখ ৪০ ভেড়া। ৪৭৮টির মতো রয়েছে অন্যান্য পশু। তবে এবারের কোরবানি ঈদে ৭৩ হাজার পশু অবিক্রিত রয়েছে।

-আরএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft