For English Version
মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
হোম

সাবেক মন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম আর নেই

Published : Saturday, 24 July, 2021 at 7:19 PM Count : 196



সাবেক মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিক অধ্যাপিকা জাহানারা বেগম আজ শনিবার সকাল সাতটায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
রাজবাড়ী জেলায় জন্ম নেওয়া এই  নেত্রীর রাজনীতিতে হাতেখড়ি  ১৭ বছর বয়সে ইডেন কলেজে লেখা পড়া করার সময় থেকে। ১৯৫৯ সালে তিনি তৎকালীন ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যাপিকা হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন।

জাহানারা বেগমের ছিলো বিশাল পারিবারিক ঐতিহ্য। মাতা নূরজাহান বেগম ছিলেন ইডেন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। বাবা ক্যাপ্টেন শাহজাহান ১৯৩৮ সালে কিং কমিশনপ্রাপ্ত অফিসার। এই দম্পতি সম্পর্কে আরও তথ্য পাওয়া যায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে। ক্যাপ্টেন শাহজাহান এবং নূর জাহান বেগম আওয়ামী লীগের প্রথম দিকে কি ভাবে সহায়তা করতেন তার উল্লেখ আছে এই গ্রন্থে। হোসন শহীদ সোহরাওয়ার্দী ঢাকায় এসে এই দম্পতির বাসায় আতিথিয়েতা গ্রহণ করতেন।

অধ্যাপিকা জাহানারা বেগম ১৯৯১ -৯৬ মেয়াদে বিএনপি সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এবং ২০০১-০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন।

তিনি পঞ্চম জাতীয় সংসদে মহিলা আসন-২২ এর সদস্য ছিলেন। ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কো-চেয়ারম্যান। এর আগে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিবের হিসেবেও দায়িত্বে পালন করেছেন।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft