For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

সালিশে ধর্ষকের সাথে মাদ্রাসাছাত্রীর বিয়ের সিদ্ধান্ত

Published : Sunday, 13 June, 2021 at 8:21 PM Count : 385

ভোলার দৌলতখানে সালিশ বৈঠকে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীর সাথে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বিয়ের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে ১০ জুন রাতে উপজেলার মেদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ধর্ষণের ঘটনা ঘটে।

জানা যায়, ভিকটিম পরিবারের দারিদ্রের সুযোগ নিয়ে অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে প্রভাবশালী মহল। ঘটনার দফারফায় শুক্রবার রাতে স্থানীয় ইউপি সদস্য জুয়েল ও সাবেক ইউপি সদস্য হাসানের উপস্থিতিতে হাসান মেম্বারের বসতঘরে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে ধর্ষকের সহযোগীর এক লাখ টাকা জরিমানা ও একশ বেত্রাঘাত এবং ধর্ষকের সাথে মেয়েটির বিয়ে দেয়ার রায় দেয়া হয়। সালিশের দেয়া এ সিদ্ধান্ত মেনে নেন ধর্ষকের পরিবার। 

অভিযুক্তরা হলেন, ওই ওয়ার্ডের দফতরি বাড়ির নাছির উদ্দিনের ছেলে অভিযুক্ত রাজিব ওরফে (রাজু) এবং ধর্ষণে সহযোগিতাকারী সাদু মালের জামাতা মিরাজ। 
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জুয়েল জানান, অভিযুক্ত ও ভিকটিমের পরিবারের সম্মতিক্রমে সালিশ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রোববার সকালে সরেজমিন গেলে ভুক্তভোগী মাদরাসাছাত্রী জানান, জীবিকার তাগিদে দরিদ্র বাবা কয়েকদিন আগে সাগরে মাছ ধরতে যান। আমি ও আমার ছোট দুই বোনকে বসতঘরে রেখে মা নানার বাড়িতে যান। ঘটনার সময় বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ছোট বোনদের ঘুম পাড়িয়ে আমি ঘুমিয়ে পড়ি। রাত ১টার দিকে মিরাজ ও রাজিব ওরফে (রাজু) বাইরে থেকে পেছনের দরজা খুলে ঘরে ঢুকে লাইট বন্ধ করে দেয়। আমি টের পেয়ে মোবাইলের টর্চের আলো জ্বালালে তাদেরকে চিনতে পারি।

 এ সময় রাজিব আমাকে জাপটে ধরে মুখ ও হাত চেপে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে চিৎকার দিলে তারা পালিয়ে যায়। 

ওই ইউপির চেয়ারম্যান প্রকৌশলী মনজুর আলম বলেন, আমি যতদূর জেনেছি ঘটনা সত্য। আমার ইউনিয়নে এ ধরণের ঘটনা এটিই প্রথম। ধর্ষণের ঘটনা মিমাংসায় সালিশের কোন সুযোগ নেই। 

অভিযুক্ত রাজিব ওরফে রাজু জানান, মিরাজ ঘরে ঢুকে ছাত্রীকে ধর্ষণ করেছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-এমএম/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft