For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির আশা

Published : Thursday, 3 June, 2021 at 4:05 PM Count : 360

আগামী ২০২০-২১ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি (জিডিপি) অর্জনের লক্ষ্যমাত্রা অর্জানের প্রত্যাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনকালে তিনি এ কথা জানান।
এর আগে সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী

চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮ দশমিক ২ শতাংশ ধরা হয়েছিল। তবে তা সংশোধন করে ৬ দশমিক ১ শতাংশে পুনর্নির্ধারণ করা হয়েছে।

জিডিপি লক্ষ্যমাত্রা প্রসঙ্গে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটটিও প্রণয়ন করা হচ্ছে কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বব্যাপী চলমান একটি ক্রান্তিকালে। যখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভাইরাসের দ্বিতীয় এবং কোথাও কোথাও চলছে তৃতীয় ঢেউ। বৈশ্বিক এ প্রাদুর্ভাবের ভরকেন্দ্র সাম্প্রতিক সময়ে এশিয়া মহাদেশ, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দিকে সরে আসছে। বাংলাদেশও এর বাইরে নয়।

তিনি বলেন, তবে আশার কথা আইএমএফ ও বিশ্বব্যাংক উভয়ই বাংলাদেশের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে। আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী, বৈশ্বিক (জিডিপি) প্রবৃদ্ধি হবে ২০২১ সালে ৬ শতাংশ ও ২০২২ সালে ৪ দশমিক ৪ শতাংশ। এর বিপরীতে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস হলো ২০২১ সালে ৫ শতাংশ এবং ২০২২ সালে ৭ দশমিক ৫ শতাংশ। বিশ্বব্যাংকের মতে, ২০২০-২০২১ অর্থবছরে বৈশ্বিক প্রবৃদ্ধি ৪ শতাংশ ও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৬ শতাংশ এবং ২০২১-২০২২ অর্থবছরে ৫ দশমিক ১ শতাংশ হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতে, বাংলাদেশ ২০২০-২০২১ অর্থবছরে ৫ দশমিক ৫ শতাংশ থেকে ৬ শতাংশ এবং ২০২১-২০২২ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার অর্থমন্ত্রী আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন। এতে ঘাটতি ধরা হয়েছে ৬ দশমিক ২ শতাংশ।

এসআর

নতুন অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী
৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির আশা
যেভাবে পূরণ হবে বাজেটের ঘাটতি
টিআইএন ছাড়াই কেনা যাবে যে সঞ্চয়পত্র
দাম কমবে যেসব পণ্যের
৩ লাখ ৮৯ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য
যেসব পণ্যের দাম বাড়বে
সিগারেটের দাম বাড়ছে

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft