For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেও খুঁজে পাচ্ছে না পুলিশ

Published : Monday, 3 May, 2021 at 10:39 AM Count : 507

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপুর বাড়িতে এসে প্রাণনাশের হুমকিদাতারা এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। 

জড়িতদের গ্রেফতারে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল নির্দেশ দিলেও এক সপ্তাহে তা কার্যকর হয়নি। অথচ জড়িতদের মধ্যে ৩/৪ জন ২ মে রোববার এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এদিকে প্রাণনাশের হুমকি ও তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করানোর পর এবার ওই চক্রটি গৌরাঙ্গ দেবনাথের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে নানা অসত্য তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেছেন। এমনকি নানাভাবে হুমকিও দিয়ে আসছেন।

তবে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমীনূর রশিদ জানান, বিষয়টি তারা খুব গুরুত্বের সঙ্গেই দেখছেন।
ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। পাশাপাশি গৌরাঙ্গ দেবনাথের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে সেটি আদালতে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২ মে বেলা ১১টায় নবীনগর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু স্থানীয় দলীয় কার্যালয়ে সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় গৌরাঙ্গ দেবনাথের বিরুদ্ধে সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক, মানহানিকর প্রচারণার অভিযোগ আনেন।

ভাগ্নে সুমন উদ্দিনের দেয়া হুমকিমূলক ফেসবুক স্ট্যাটাসের ২৪ ঘণ্টার মধ্যেই গৌরাঙ্গ দেবনাথের বাড়িতে গিয়ে হুমকির ঘটনা প্রসঙ্গে নজরুল ইসলাম জানান, ঘটনার সময় সুমন উদ্দিন উপস্থিত ছিলেন না। বিভিন্ন বিষয়ে অসত্য তুলে ধরার জন্য তিনি গৌরাঙ্গ দেবনাথের বিচার দাবি করেন।

এ  বিষয়ে গৌরাঙ্গ দেবনাথ অপু গতকাল ২ মে রোববার রাতে সাংবাদিকদের বলেন, ‘বাসায় এসে প্রাণনাশের হুমকির ঘটনার এক সপ্তাহ পরও কেউ গ্রেফতার না হওয়ায় আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। যারা আমাকে মারতে এসেছিল, সংবাদ সম্মেলনে তাদের কয়েকজনকে সেখানে দেখা গেছে। আর সংবাদ সম্মেলনে মূল ঘটনাকে এড়িয়ে গিয়ে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ধান বানতে শিবের গীত গেয়েছেন। আমার ব্যক্তিগত ও পারিবারিকভাবে অসত্য নোংরা তথ্য দিয়েছেন, যা দু:খজনক। এ বিষয়ে সংসদ সদস্যসহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করছি।’

উল্লেখ্য, নবীনগরে সাংবাদিকতা করতে হলে, স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের বিরুদ্ধে কোন নেতিবাচক লেখালেখি কিংবা টকশোতে কোন নেতিবাচক কথা বলা যাবে না- এমন কথা বলে দুর্বৃত্তরা গত ২৫ এপ্রিল সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথের বাসায় এসে প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি করেন অপু। সেসময় ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার ভেতরে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বলে সংসদ সদস্য সাংবাদিকদেরকে অবহিত করেন।।

এই বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার জাকির আহমেদ ২ মে রাতে সাংবাদিকদের বলেন, যে টকশো নিয়ে এত আলোচনা, আমি সেই অনুষ্ঠানে একজন আলোচক হিসাবে উপস্থিতি ছিলাম। যেখানে কাউকে অসম্মান করে কোন আলোচনা হয়নি। তাই বিষয়টির উভয় পক্ষের আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান কামনা করছি। 

-ডিএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft