For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

বিইউপিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

Published : Sunday, 2 May, 2021 at 4:56 PM Count : 273

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এ ‘Climate Change Vulnerability and Local Adaptation Strategies in Bangladesh’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। 

ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স (এফএএসএস) এর ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান। 

গেস্ট অব অনার হিসেবে যুক্ত ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর এম আবুল কাশেম মজুমদার।
এফএএসএস এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়েবিনারে প্রবন্ধ বক্তা হিসেবে যুক্ত ছিলেন প্রফেসর ড. আইনুন নিশাত, প্রফেসর ইমেরিটার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। 

ওয়েবিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে দক্ষিণ এশিয়া সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং বাংলাদেশ তার মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। হিমালয়ের বরফ গলা, অনাকাঙ্খিত নদ-নদীর প্রবাহ সৃষ্টি, সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, চরম তাপ, খরা এবং ঘূর্ণিঝড়ের প্রকোপ বৃদ্ধি সার্বিক ভাবে জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে। 

বক্তারা বলেন, স্থানীয় কৌশল অবলম্বনের মাধ্যমে দূর্যোগ নিয়ন্ত্রণ করতে হবে। এ জন্য আমাদের শিক্ষা, প্রশিক্ষণ, নীতি প্রণয়নের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। আর এভাবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রোধে রোল মডেল হিসেবে ভূমিকা পালন করতে পারবে।

ওয়েবিনারে অন্যদের মাঝে আরও যুক্ত ছিলেন বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। 

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft