For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

বিশ্বব্যাংকের ICSID-এ ৩ বাংলাদেশির মনোনয়ন

Published : Saturday, 1 May, 2021 at 3:21 PM Count : 306

বিশ্বব্যাংকের International Centre for Settlement of Investment Disputes (ICSID)-এ মর্যাদাপূর্ণ আরবিট্রেটর ও কনসিলিয়েটর প্যানেল তালিকায় তিন বাংলাদেশি নাগরিককে মনোনয়ন দিয়েছে সরকারের আইন ও বিচার বিভাগ। 

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামকে কনসিলিয়েটর পদে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোমানা ইসলাম ও ব্যারিস্টার মঈন গনিকে আরবিট্রেটর হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। 

আইন ও বিচার বিভাগ থেকে মনোনয়ন প্রদান করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ICSID-এ প্রেরণ করা হলে ICSID-এর মহাসচিব মনোনয়ন চূড়ান্ত করেন। 

মনোনীত ব্যক্তিগণ ছয় বছর মেয়াদের জন্য ICSID-এর আরবিট্রেটর ও কনসিলিয়েটর প্যানেল তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।  
ICSID-এর বাংলাদেশের জন্য নির্ধারিত আরবিট্রেটর ও কনসিলিয়েটর প্যানেল তালিকায় যথাযথ যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিক বাছাই প্রক্রিয়ায় আগ্রহ প্রকাশ করে Omnia Strategy LLP-Gi চেয়ার চেরী ব্লেয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবরে পত্র প্রেরণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পত্রটি আইন ও বিচার বিভাগে প্রেরণ করা হয়। 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হকের নির্দেশনায় ওই তিন জনকে মনোনয়ন প্রদান করে  ICSID-এ প্রেরণ করা হলে ICSID-এ মহাসচিব মনোনয়ন গ্রহণ করেন।

ICSID রাষ্ট্র ও বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ ও ব্যবসা-সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে। বিরোধীয় পক্ষসমূহ ICSID-এর  নির্ধারিত প্যানেল থেকে আরবিট্রেটর ও কনসিলিয়েটর বাছাই করতে পারেন। 

তাছাড়া বিভিন্ন এডহক কমিটিতে আরবিট্রেটরগণকে নিয়োগ দেয়া হয়। ICSID-এর  প্যানেল তালিকায় এই মনোনয়ন আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও অবস্থান বৃদ্ধিতে এবং অধিকার রক্ষায় সরকারের ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন। 

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft