বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে ব্যবসায়ীদের প্রতি হুইপের আহবান |
![]() সোমবার দুপুরে জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। জেলা শহরের বিনোদন কেন্দ্র শিশু উদ্যানে সভাটি অনুষ্ঠিত হয়। হুইপ স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে ব্যবসার প্রসার ঘটেছে। বিগত সময়ে বিএনপি-জামায়াত জোট জ্বালাও-পোড়াও করে দেশের অর্থনীতীকে ধ্বংস করেছে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করেছে। বর্তমান সরকার দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে সঙ্গে নিয়ে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। জেলা চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৩৬তম সাধারণ সভায় জেলার দুই সহস্রাধিক ব্যবসায়ী সদস্য অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. আনোয়ারুল হক আনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজ্জাদ হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র আব্দিুল আজিজ মোল্লা, চেম্বারের সাবেক প্রেসিডেন্ট আমিনুল বারী, আবদুল হাকিম মন্ডল, বেলায়েত হোসেন লেবু, আহসান কবির বিপ্লব, কবির আকবর চৌধুরী তাজ, ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ। এসআই/এনএন |