পপি চাষ করায় ৫ কৃষক গ্রেফতার |
![]() জয়পুরহাট সদরে পপি চাষ করায় পাঁচ কৃষককে গ্রেফতার করেছে র্যাব। এসময় ১১ বিঘা জমির পপি ক্ষেত ধ্বংস করা হয়। রোববার বেলা ১১টায় জয়পুরহাট সদরের বনখুর গ্রামে অভিযান চালিয়ে ১১ বিঘা জমিতে চাষ হওয়া বিপুল পরিমাণ পপি গাছ ধ্বংস করা হয়। এছাড়া পপির ফল উদ্ধার এবং আফিম উৎপাদনকারী পপি গাছ চাষ করায় ৫ কৃষককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আটকরা হলেন বনখুর গ্রামের মৃত বিপুল চন্দ্র দাসের ছেলে রাজেন্দ্রনাথ দাস (৬০), মৃত রুপচাঁন মন্ডলের ছেলে নইমুদ্দিন মন্ডল (৬০), বড়তাজপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে গোলাম মোস্তফা (৬৫), পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের আব্দুল রউফ ওরফে রবের ছেলে রিপন সর্দার (৩৭) ও বালিঘাটা বাজারের মৃত কুমুন্ড বিহারী দাসের ছেলে নেপাল চন্দ্র দাস (৫২)। ![]() র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বনখুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে প্রায় ১১ বিঘা জমিতে চাষ করা বিপুল পরিমাণ আফিম উৎপাদনের কাজে ব্যবহৃত ৪ লাখ ২৩ হাজার ৫০০ পপি গাছ ধ্বংস এবং ১৬ লাখ ৯৪ হাজার পিস পপি ফল উদ্ধার করা হয়। আফিম উৎপাদনকারী কৃষকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, তরকারির সুস্বাদু উপাদেয় মসলা ভেবে আফিম জাতীয় নেশার আবাদ পপি চাষ শুরু হয় ৩ বছর আগে। অল্প জমিতে আফিম চাষ করলে অধিক লাভ হচ্ছে। এতে বনখুর গ্রামের কৃষকরা উদ্বুদ্ধ হয় এবং বিভিন্ন ফসলের পাশাপাশি আফিমের চাষ করে আসছিলো স্থানীয় কৃষকরা। অভিযুক্ত কৃষকরা জানান, এটি মাদক হিসাবে ব্যবহারের বিষয়টি তাদের জানা ছিল না। এ ব্যপারে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। -এসআই/এনএন |