ট্রাক্টরচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর |
![]() রোববার দুপুরে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের শালডাঙ্গা বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কার্তিক ওই ইউনিয়নের ছত্র শিকারপুর এলাকার পবিত্র নাথ বর্মনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে কার্তিক তার মামা শ্বশুরের সাথে মোটরসাইকেল যোগে সাকোয়া বাজারের উদেশ্যে বাসা থেকে বের হয়। এসময় তারা শালডাঙ্গা বাজার মোড়ে একটি আলু বোঝাই ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে তাদের মোটরসাইকেলটি পিছলে যায়। এতে কার্তিক সড়কে ছিটকে পড়ে। এসময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান কার্তিক। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল করেছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবার না চাওয়ায় লাশ ময়নাতদন্তে পাঠানো হয়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। -এসআই/এনএন |