০৭ মার্চ, ২০২১ |
![]() ![]() মেষ (২১ মার্চ -২০ এপ্রিল) মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। ভালো কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে অশান্তি থেকে মুক্তি মিলবে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। ![]() বৃষ (২১ এপ্রিল -২০ মে) আজ সকালের দিকটা একটু ভালোভাবে চলতে পারে। সন্ধ্যার পরে বিবাদ থেকে সাবধান থাকুন। প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কিছু প্রাপ্তির সম্ভাবনা আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পরে। ![]() মিথুন (২২ মে-২১ জুন) আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে না। সবার সঙ্গে খুব বুঝে কথা বলবেন। সন্তানদের নিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। কোন আইনি সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। ![]() কর্কট (২২ জুন-২২ জুলাই) ব্যবসার ব্যাপারে কোন বাজে খবর আসতে পারে। ধর্মের কথা আলোচনায় আজ আপনার ভালো লাগবে। মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। খাবারের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা আসবে। ![]() সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদের আশঙ্কা। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা আছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে। ![]() কন্যা (২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর) সকাল থেকে মানসিক অবসাদ আসতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। আজ অপরের জন্য কোন কাজ করে আনন্দ পাবেন। শারীরিক রাগ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে।![]() তুলা (২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর) ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। ভালো করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভালো। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসবে। মাত্রাছাড়া কথা আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে।![]() বৃশ্চিক (২৪ অক্টোবর- ২২ নভেম্বর) পড়াশোনায় খুব ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। কাজের চাপে সংসারে অবহেলা বা অশান্তি সৃষ্টি হতে পারে। মা বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। আজ কোন কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে। অর্থ ভাগ্য ভালো হলেও খরচ থাকবে প্রচুর। ![]() ধনু (২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর) আজ ব্যবসায় চাপ বৃদ্ধি পেতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে না। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসাব করে চললেও অতিরিক্ত খরচ হতে পারে। ![]() মকর (২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি) প্রেমের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। আজ সতর্ক না থাকলে অফিসে সম্মানহানি হওয়ার সম্ভাবনা আছে। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ সারা দিন ব্যবসায় পরিশ্রম থাকবে। খরচ বেশি হওয়ায় বাড়িতে অশান্তি বাধতে পারে। ![]() কুম্ভ (২২ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) নতুন বাড়ি তৈরির পরিকল্পনা ভেস্তে যেতে পারে। বাড়ির কোন ব্যাপারে গুরুজনের সঙ্গে তর্ক বাধতে পারে। পরিশ্রম করেও তার ফলস্বরূপ কিছু পাবেন না। আজ কোন বিষয়ে জেদ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভালো নয়।![]() মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) চাকরির পদোন্নতিতে বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। বাইরের লোকের কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগার আশঙ্কা আছে। যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য ভালো সময় আসতে দেরি আছে।আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন। |