ইয়াবাসহ নারী আটক |
বৃহস্পতিবার সকালে উপজেলার রাজিবপুর গ্রামের ডাক্তার ইকবাল বাহার চৌধুরী বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত জেসমিন বারগাঁও ইউনিয়নের রাজিবপুর গ্রামের ডাক্তার ইকবাল বাহার চৌধুরী বাড়ির আনোয়ারুল আজিজ প্রকাশ শাকিলের স্ত্রী। সোনাইমুড়ী থানার তদন্ত ওসি জিসান আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিনের নেতৃত্বে এসআই আব্দুল মোমেন ও এসআই রেজাউল গঙ্গীয় ফোর্স নিয়ে জেসমিন আক্তার কে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ১১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, আটককৃত নারীকে মাদকদ্রব্য আইনে মামলার আসামি করে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। এমআইএফ/এসআর |