সরকারি ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা |
![]() জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বরগুনার ৪ শীর্ষ সরকারি কর্মকর্তাসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মামলাটি গ্রহণ করে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। অভিযুক্তরা হলেন- বরগুনা জেলা রেজিস্ট্রার, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, বরগুনার গৌরীচন্নার কৃষি ব্যাংকের ব্যবস্থাপক এবং কুয়েত প্রবাসী হাসপাতাল অ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক । এর আগে ১ মার্চ দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়েরের জন্য আবেদন করেন আইনজীবী জেড. এইচ. এম. মুজাহিদুল হক। পরে ওইদিন শুনানি শেষে আজ আদেশের জন্য অপেক্ষমান রাখেন আদালতে বিচারক মো. হানিদ হোসেন। জাতীয় পতাকা আইন ১৯৭-এর তিন নম্বর ধারা এবং ২০১০ সালের ২০ নং আইনে দায়ের করা এ মামলায় অভিযুক্ত করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় নির্দেশনা এবং আইন লঙ্ঘন করে অভিযুক্তদের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে জাতীয় পতাকার পাশাপাশি মুক্তিযুদ্ধের অসম্মান করা হয়। এ বিষয়ে মামলার বাদী আইনজীবী জেড. এইচ. এম. মুজাহিদুল হক বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের জাতীয় পতাকার অবমাননা আমাকে ক্ষুব্ধ ও ব্যথিত করেছে। তাই আমি মামলা দায়ের করেছি এবং মামলাটি গ্রহণ করে আদালত বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে তদন্তের আদেশ দিয়েছেন। জাতীয় পতাকা আইন ১৯৭২-এর তিন নম্বর ধারা এবং ২০১০ সালের ২০-নং আইন অনুযায়ী যদি কোন ব্যক্তি জাতীয় পতাকার আকার আকৃতি ও রঙ বিকৃত করে, তাহলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অথবা এক বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। -এমএম/এনএন |