ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত |
![]() এছাড়া রংক্কন উদ্দিন নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ মার্চ) রাত ১০টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার জালশুকা কুমুদগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হাবুল ফকির (৫৫)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিনমশপুর গ্রামের মৃত আবদুস ছাত্তারের ছেলে ও আহত রুক্কন উদ্দিন তারাকান্দা থানার কামারগাঁও গ্রামের আব্দুল বারেকের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মোটরসাইকেলে করে চালকসহ তিনজন পূর্বধলা উপজেলার জালশুকা কুমুদগঞ্জ মোড়ে পৌঁছামাত্রই বিরিশিরি গামী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাবুল ফকির নিহত হন। এছাড়া অপর আরোহী রুক্কন উদ্দিন গুরুতর আহত হন। দুর্ঘটনার সাথে সাথেই মোটরসাইকেল ও ট্রাকচালক পালিয়ে যায়। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের এস আই নয়ন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে ও ট্রাকটিকে আটক করা হয়েছে। -এমআই/এনএন |