০৩ মার্চ, ২০২১ |
![]() ![]() মেষ (২১ মার্চ -২০ এপ্রিল) নতুন নতুন ব্যবসায়ীক যোগাযোগে আশানুরুপ লাভবান হবেন। আয়-রোজগারের ক্ষেত্রে অংশিদারের সাহায্য লাভের আশা। দাম্পত্য সুখ, শান্তি বজায় থাকবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় আশানুরুপ অগ্রগতির যোগ। কোন আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। ![]() বৃষ (২১ এপ্রিল -২০ মে) ব্যবসায় কর্মচারীদের সততার ওপর আস্থা বৃদ্ধি পাবে। শারীরিক ভাবে কিছুটা দূর্বল থাকার আশঙ্কা। পরিবর্তিত আবহাওয়ার কারণে সিজেনাল অসুখে ভোগার আশঙ্কা প্রবল। অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকতে হবে। অকারণে কারো সঙ্গে বিরোধে জড়ানো ঠিক হবে না। ![]() মিথুন (২২ মে-২১ জুন) আপনার প্রেমের আহ্বানে প্রেয়শী সাড়া না দিয়ে পারবে না। শিল্পী ও কলাকুশলীদের কাজের জন্য যেতে হবে দূরে। অভিনয় শিল্পীদের কাজের যোগাযোগ বৃদ্ধির দিন। সন্তানের সৃজনশীল প্রতিভার বিকাশে তাকে উৎসাহিত করতে হবে। অকারণে তার সঙ্গে চেচামেচি করবেন না। এতে সে ভয় পাবে। ![]() কর্কট (২২ জুন-২২ জুলাই) গৃহ আবাসন সংক্রান্ত জটিলতার অবশান আশা করতে পারেন। আয়-রোজগারের ক্ষেত্রে মা বা কোন আত্মীয়র সাহায্য লাভের যোগ। ব্যক্তিগত সকল প্রতিবন্ধকতাকে জয় করতে পারবেন। কর্মস্থলে কোন সাফল্য আপনার সম্মানকে বাড়িয়ে দেবে। ![]() সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীদের আয়-রোজগারে অগ্রগতির দিন। ছোট ভাই-বোনের কর্ম ক্ষেত্রে উন্নতির সংবাদ পেতে পারেন। অনলাইন পণ্য ব্যবসায়ীদের আয়-রোজগার বৃদ্ধি পাবে। মিডিয়ার সঙ্গে জড়িতদের কাজের ক্ষেত্রে ঝুঁকি বৃদ্ধির আশঙ্কা। ![]() কন্যা (২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর) ব্যবসা-বাণিজ্যে আশানুরুপ আয়-রোজগারের যোগ। সঞ্চয়ের চেষ্টা হবে সফল। খাদ্য ব্যবসায়ীরা প্রশাসনিক জটিলতার সম্মূখীন হতে পারেন। হোটেল ও রেস্তোরা ব্যবসায় দেখা দেবে কর্মী সঙ্কট। ব্যবসায় বিনিয়োগের পরিমাণ বাড়াতে হতে পারে।![]() তুলা (২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর) আপনার ধৈর্য্য ও সুক্ষ্ণ পার্থক্য করার গুণাবলীর কারণে আয়-রোজগার বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতা থেকে মুক্ত হতে পারবেন। জীবন সাথীর কোন পরিকল্পণা আপনার ভালো লাগতে পারে। কর্মস্থলে ফিরে পাবেন হারানো জৌলুস। কোন তদবিরের কাজে সফল হতে পারবেন।![]() বৃশ্চিক (২৪ অক্টোবর- ২২ নভেম্বর) ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সীর ব্যবসায় আয়-রোজগার বৃদ্ধির সময়। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যে কাঙ্খীত সাফল্য আশা করতে পারেন। দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পেতে পারে। আইনগত জটিলতার অবশানে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। প্রবাসীদের কর্মজীবনে সাফল্য লাভের যোগ। ![]() ধনু (২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর) ঠিকাদারী কাজে তদবিরের প্রয়োজন। বড় ভাইয়ের সাহায্য নিতে পারেন। চাকরিজীবীদের বাড়তি আয়-রোজগারের সুযোগ আসবে। আয়-রোজগারের ক্ষেত্রে বন্ধুদের সাহায্য প্রাপ্তির আশা। ব্যবসায় নতুন কোন পণ্য সংযোজন করতে পারেন। ![]() মকর (২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি) বেকারদের চাকরির ব্যবস্থা হতে পারে। আয়-রোজগারের ক্ষেত্রে পদস্ত কর্মকর্তার সাহায্য পাওয়ার আশা। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কিছু অর্থ সাহায্য পাবেন। রাজনৈতিক কাজের ক্ষেত্রে আপনাকে আরও বেশি সাবধানি হতে হবে। ![]() কুম্ভ (২২ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) রহস্যজনক ভাবে ভাগ্য উন্নতির সুযোগ আসবে। ইতিহাসের গবেষকদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। সরকারি বা বেসরকারি বৃত্তি পেতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রবীণ শিক্ষকের সাহায্য পাবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন পরীক্ষায় ভালো করার সংবাদ পাবেন।![]() মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) শেয়ার বা ফরেক্সের ট্রেডে কাঙ্খীত লাভের আশা। আর্থিক ক্ষেত্রে চলতে থাকা সকল জটিলতা কেটে যাবে। বীমা বা ব্যাংক জমা থেকে পেতে পারেন লভাংশ। রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। কোন প্রশাসনিক কর্মকর্তার দ্বারা হেনস্তার শিকার হতে পারেন।আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন। |