প্রতিবন্ধী শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত |
![]() বুধবার শহরের আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ও আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, নওগাঁ সদরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এস এম হুমায়ন কবির, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিন। প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় ৬০ জন শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী শিশুদের এগিয়ে নেওয়ার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন করে আসছেন। এই শিশুরা সমাজের বোঝা নয় তারাও সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদেরকে স্নেহ ও ভালোবাসা দিলে তারাও সম্পদে পরিণত হবে। তাই সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের অবহেলা আর অযত্ন নয় ভালোবাসা দিলে তারাও আমাদের দেশের জন্য অমূল্য সম্পদে পরিণত হতে পারে। -এমএ |