করোনার টিকা ছাড়া হজ নয় |
![]() চলতি বছর হজে গমনেচ্ছুদের অবশ্যই করোনা ভাইরাসের টিকা নিয়ে আসতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সৌদি স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া এক বিবৃতিতে বলেছেন, হজে অংশগ্রহণের মূল শর্ত বিবেচনা করে কোভিড-১৯ ভ্যাকসিনের বিষয়টি যুক্ত রয়েছে। আগামীতে হজ মৌসুমে অংশ নেওয়ার অন্যতম শর্ত, করোনা ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক। একইসঙ্গে হজ ও ওমরাহ মৌসুমে অংশগ্রহণকারীদের জন্য করোনার টিকা কমিটি গঠনেরও নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। গত বছর সৌদি আরবের হজ মন্ত্রণালয় মাত্র কয়েক হাজার জনকে হজ করার অনুমতি দিয়েছিল। এই হজ যাত্রীদের দুই-তৃতীয়াংশ সৌদি আরবে বসবাসরত বাসিন্দা ছিল এবং এক তৃতীয়াংশ ছিলো সৌদি নাগরিক। -এসসি/এমএ |