সংগীতশিল্পী জানে আলম আর নেই |
![]() মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ সংগীতশিল্পী। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল। তিনি জানান, গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হন জানে আলম। চিকিৎসার পর করোনামুক্তিও ঘটে তার। পরে নিউমোনিয়ায় আক্রান্ত হন। এতে তার অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আইসিইউতেই মারা যান তিনি। শিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে।তার গানের শুরুটা স্বাধীনতার পর পরই। তার প্রথম অ্যালবাম ‘বনমালী’ দিয়ে তৈরি হয় পরিচিতি। সে সময় পপ শিল্পী আজম খান তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। পপ গানের মধ্যে ফোক ধাঁচ এবং অধ্যাত্মবাদ যুক্ত করে গান করা তার বৈশিষ্ট্য। মানুষের পছন্দের সাথে মিলিয়ে নতুন ধারা তৈরি করার জন্যই তার এমন গান করা। জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা চার হাজারের মত। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার। বাংলাদেশের অনেক পরিচিত শিল্পীই গেয়েছেন তার গান। -এনএন |