অনাহারে দিন পার করছে গ্রাম পুলিশ |
![]() বরগুনার তালতলীতে বকেয়া বেতন-ভাতার দাবিতে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। উপজেলার গ্রাম পুলিশ সদস্য এবং তাদের স্বজনরা এ কর্মসূচিতে যোগ দেন। মঙ্গলবার (২ মার্চ) সকাল ১০টা থেকে গ্রাম পুলিশ সদস্যরা উপজেলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে গ্রাম পুলিশের সদস্যরা বলেন, খেয়ে না খেয়ে পরিবার-পরিজন নিয়ে দিন পার করছেন তারা। জানা যায়, বরগুনা জেলার তালতলী উপজেলার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ১৫ মাস ধরে ইউনিয়ন পরিষদ থেকে প্রদেয় অংশের বেতন ভাতা পাচ্ছেন না। এছাড়া ২৩ মাসের থানায় হাজিরার যাতায়াত ভাতাও এখনো দেওয়া হয়নি। তাই এখন তারা খুব অসহায় হয়ে পড়েছেন। গ্রাম পুলিশ সদস্যরা কান্না জড়িত কণ্ঠে বলেন, দিন রাত খেয়ে না খেয়ে আইন শৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। অর্থের অভাবে বিনা চিকিৎসায় আমরা পরিবারের লোকদের হারাতে বসেছি। পকেটে টাকা নেই, পেটে ভাত নেই, সন্তানরা লেখা পড়া করতে পারছে না, কোন দোকানদার আমাদের কাছে বাকিতে বিক্রি করে না। পরিবারবর্গ নিয়ে আমরা বিপাকে পড়েছি। বকেয়া বেতনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি পেশ করা হয়েছে বলে জানান তারা। অবস্থান কর্মসূচি চলাকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো। রেজবি-উল- কবির ও উপজেলা নির্বাহী অফিসার মো। আসাদুজ্জামান গ্রাম পুলিশদের সাথে কথা বলেন। তারা বকেয়া বেতন পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। আসাদুজ্জামান বলেন, গ্রাম পুলিশের বেতন-ভাতার কিছু অংশ পরিশোধ করে ইউনিয়ন পরিষদ। এরমধ্যে ভূমি নামজারি থেকে এক শতাংশ এবং হাট-বাজারের ইজারা থেকে ৪১ শতাংশ অর্থ দেয়া হয়। তিনি আরো বলেন, হাট-বাজারের ইজারার সম্পূর্ণ টাকা এখনো আদায় হয়নি। টাকা আদায় হলে ওখান থেকে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। -এইচএম/এনএন |