মানববন্ধনে হামলা |
![]() জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা ফেরিঘাটের টোল কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয়রা। এ মানববন্ধনে দেশিয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। এতে সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে এ ঘটনা ঘটে। মোহনা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তারেক রহমান ছবি ধারণ করার সময় তাকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। এদিকে সাংবাদিক তারেক রহমানের ওপর হামলার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের সিটি প্রেসক্লাব সভাপতি সাজেদুল সাজু ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম তীব্র নিন্দা জানিয়েছেন। -জেপি/এনএন |