আশুলিয়ায় জাতীয় বীমা দিবস পালিত |
![]() সোমবার বেলা ১২টার দিকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর জিরানী বাজার শাখা। র্যালিটি আশুলিয়ার জিরানী বাজার শাখা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর জিরানী বাজার শাখা কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিভিশনাল কো-অর্ডিনেটর মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইন্স্যুরেন্সের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. আব্দুল হক, জামগড়া শাখা ব্যবস্থাপক মো. রেজাউল, আশুলিয়া শাখার ব্যবস্থাপক মো. সাদেকুর রহমান ও কুরগাও শাখা ব্যবস্থাপক মো. দুলাল উদ্দিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য শাখাওয়াত হোসেন শওকত প্রমূখ। -এআই/এমএ |