প্রযোজনায় আলিয়া ভাট |
![]() সম্প্রতি এক টুইট বার্তায় আলিয়া জানান, ‘দারুণ লাগছে প্রোডাশন হাউসের খবর সবাইকে দিতে পেরে। আমরা আপনাকে গল্প বলবো। বাস্তব গল্প, কালজয়ী গল্প। আমাদের সঙ্গেই থাকুন।’ এর আগে বলিউডের অনেক নায়িকাই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন এবং সফল হয়েছেন। চলতি প্রজন্মে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, আনুশকা শর্মাদের নাম এ তালিকার প্রথম সারিতে। ১৯৯৯ সালে তনুজা চন্দ্র পরিচালিত ‘সংঘর্ষ’ চলচ্চিত্রে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ করেন আলিয়া। পরবর্তীতে ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে বলিউড জগতে নিয়মিত মুখ হয়ে উঠেন তিনি। উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। বর্তমানে বেশ কিছু সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আলিয়া। তার মধ্যে ব্রহ্মাস্ত্র, ডার্লিংস এবং আরআরআর উল্লেখযোগ্য। -এমএ |