For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

জয়পুরহাটে ৪২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Published : Monday, 1 March, 2021 at 12:05 PM Count : 399

জয়পুরহাট সদর পৌরসভার নির্বাচনে অংশগ্রহণকারী ৯১ প্রার্থীর মধ্যে ৪২ জনের জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, জয়পুরহাট সদর পৌরসভার সাধারণ নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৯১ জন প্রার্থী অংশগ্রহণ করেন। প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় তিন মেয়র, দুই মহিলা কাউন্সিলরসহ ৪২ জনের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

মেয়র পদে জামানত বাজেয়াপ্ত তিনজন হলেন, ইসলামী আন্দোলন বালাদেশের ডা. মো. জহুরুল ইসলাম (হাত পাখা) প্রাপ্ত ভোট ৪১২; স্বতন্ত্র প্রার্থী, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা মো. হাসিবুল আলম (জগ) প্রাপ্ত ভোট এক হাজার ৫২৫ ও বেদারুল ইসলাম বেদিন (নারিকেল গাছ) প্রাপ্ত ভোট ৫৫৮।

সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলরের মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে সেলিনা ও সুফলা বেগমের।
জামানত বাজেয়াপ্ত সাধারণ কাউন্সিলররা হলেন, ১ নং ওয়ার্ডে সাগর (৬১ ভোট), হাসানুজ্জামান (১২০), লোকমান হোসেন (২৪০)।

২ নং ওয়ার্ডে দীনেশ চন্দ্র মন্ডল (১৪), হাসেম আলী (৭৭), আসাদুজ্জামান (১২৬), আরিফ হোসেন (১৮২)।

৩ নং ওয়ার্ডে মুক্তার হোসেন (৪১), লুৎফর রহমান (৮৭), আব্দুল কুদ্দুস আলী (২৩০)।

৪ নং ওয়ার্ডে এ এস এম নূরনবী দেওয়ান (৫৩), হামিদুল (১০২), দিজেন সরকার (১৩৩), সিহাব হোসেন (২১২)।

৫ নং ওয়ার্ডে সাজ্জাদুল ইসলাম (৩১), নজরুল ইসলাম (১০৯), তাজমুন হুদা (১১৯), ফজলে বিন রয়েল (২৩৬)।

৬ নং ওয়ার্ডে আলমগীর হোসেন (৬৩), মিজানুর রহমান (৭১), এনায়েত উল্লাহ (১০৯), আজিজুল হক (১৩৫), রফিকুল ইসলাম (১৩৮), শেফায়েতুল আল সরদার (২০৭), সরদার আলীউর রেজা (২৮০)।

৭ নং ওয়ার্ডে শাহ জামাল হোসেন (৩৬), মিনহাজুল ইসলাম (১২৭), শহিদুল ইসলাম পাটোয়ারী (১৪২)।

৮ নং ওয়ার্ডে  রানা হোসেন (১১৬), খিজির হায়াত (১৮৯)।

৯ নং ওয়ার্ডে ইমরান হোসেন (৪১), আব্দুল হাফিজ (৬৬), রেজাউল করিম (৭২), সৈয়দ সুজন হুদা ( ৯০), মোস্তাফিজুর রহমান শামীম (২১৮), আশরাফুজ্জামান প্রিন্স (২৪০), মাহবুবুর রহমান ( ২৪৯)।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান,  জামানতের টাকা  ফেরৎ পেতে অংশগ্রহণ করা পদের মোট প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হবে।

৫ম ধাপে ঘোষিত তফশিল অনুযায়ী রোববার জয়পুরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। 

-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft