ভাণ্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত |
![]() পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে দৌঁড় শুরু হয়। পূর্ব ভাণ্ডারিয়া মিরা বাড়ি সংলগ্ন সড়ক হয়ে সকাল ১০টায় আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ কিলোমিটারব্যাপী ম্যারাথনে অংশ নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দারসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। -আরএম/এমএ |