২৭ ফেব্রুয়ারী, ২০২১ |
![]() ![]() মেষ (২১ মার্চ -২০ এপ্রিল) প্রিয়জনের সঙ্গে বাক্যালাপ সাময়িক বন্ধ হতে চলেছে। সৃষ্টিশীল কাজে আপনার আগ্রহ কমতে থাকবে। অভিনয় ও সঙ্গীত শিল্পীদের কাজের ক্ষেত্রে চলতে থাকা জটিলতা ধীরে ধীরে কাটার আশা। সন্তানের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। ![]() বৃষ (২১ এপ্রিল -২০ মে) পরিবারের সদস্যরা আপনার ওপর বিশ্বাস হারাতে পারেন। প্রতিকূল পরিস্থিতির কারণে নিজেকে অসহায় ভাবতে থাকবেন। প্রত্যাশিত কাজে দেখা দেবে বাধা বিপত্তি। কর্মস্থলে কোন রহস্যজনক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। ![]() মিথুন (২২ মে-২১ জুন) গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের সতর্ক হয়ে চলতে হবে। ছোট ভাই-বোনের কারণে সামাজিক সম্মান ও মর্যাদা প্রশ্ন বিদ্ধ হতে পারে। অনলাইন ক্রয় বিক্রয়ে সতর্ক হতে হবে। নিজের আর্থিক অবস্থার উন্নতিতে বাধা বিপত্তির আশঙ্কা। লেনদেনে দীর্ঘসূত্রিতা দেখা দেবে। ![]() কর্কট (২২ জুন-২২ জুলাই) খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে রহস্যজনক সুযোগ পেতে পারেন। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হলেও কিছু অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়বেন। সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি ব্যহত হতে পারে। রেস্তোরা ও ফাস্ট ফুড ব্যবসায় আশানুরুপ লাভের সম্ভাবনা। ![]() সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) প্রতিকূল পরিস্থিতি কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। নিজের মেধা ও বুদ্ধির জোরে ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয়ের আশা। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। নিজের রাগ ও জেদকে নিয়ন্ত্রণের চেষ্টা করুন। চাকরিজীবীদের দিনটি সফলতার। ![]() কন্যা (২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর) ট্রান্সপোর্ট ব্যবসায় কাঙ্খীত লাভের আশা করতে পারেন। প্রবাসী আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবের আগমন হতে পারে। অতিথি আপ্যায়নে কিছু অর্থ ব্যয়ের যোগ। ব্যবসায়ীক ক্ষেত্রে আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি পাবে। আর্থিক অনিশ্চয়তা ভোগাতে চলেছে।![]() তুলা (২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর) ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত লাভের আশা করতে পারেন। সাংসারিক ক্ষেত্রে বড় ভাই-বোনের সাহায্য সহযোগিতা পাওয়ার আশা। চাকরিজীবীদের বকেয়া অর্থ আদায়ের চেষ্টায় অগ্রগতি হবে। বন্ধুর থেকে সাহায্য ও সৎ পরামর্শ পেতে পারেন। ঠিকাদারী কাজে কাঙ্খীত অগ্রগতি হবে।![]() বৃশ্চিক (২৪ অক্টোবর- ২২ নভেম্বর) সহকর্মীদের কারণে পদস্ত কর্মকর্তার সঙ্গে মতানৈক্যের আশঙ্কা। সাংসারিক বিষয়ে পিতৃস্থানীয় কারো সঙ্গে মতবিরোধে জড়িয়ে যেতে পারেন। চাকরিজীবীরা কর্মস্থলে চলতে থাকা মতানৈক্য কাটিয়ে উঠতে চেষ্টা করুন। প্রভাবশালী ব্যাক্তির সাহায্য আশা করা যায়। ![]() ধনু (২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর) উচ্চ শিক্ষায় হঠাৎ করেই বাধা বিপত্তি দেখা দেবে। শিক্ষক ও গবেষকদের আয়-রোজগারে কাঙ্খীত ফলাফল না পাওয়াতে পেশা পরিবর্তনের চিন্তা ভাবনা করতে পারেন। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রার চেষ্টা সফল হতে পারে। বৈদেশিক ব্যবসায় অগ্রগতি। ![]() মকর (২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি) বকেয়া টাকা আদায়ের চেষ্টায় রহস্যজনক জটিলতা দেখা দেবে। পাওনাদারদের তাগাদা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক প্রয়োজনে কোন প্রকার ঝুঁকি নিতে পারেন। আইনগত জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীক ক্ষেত্রে পাওনাদারের সঙ্গে দেখা দেবে ভুল বোঝাবুঝি। ![]() কুম্ভ (২২ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) জীবন সাথীর রহস্যজনক আচরণ আপনাকে সন্দেহে ফেলে দেবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে অংশিদারের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনুন। অবিবাহিতদের বিয়ে শাদীর যোগাযোগে আকস্মিক অগ্রগতি হবে। ব্যবসায়ীদের আয়-রোজগার বৃদ্ধি পাবে।![]() মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) সহকর্মী কারো ষড়যন্ত্রের শিকার হতে হবে। শারীরিক ও মানসিক অবস্থা ভালো যাবে না। গৃহ সুখের হানি হবে। কাজের লোক বা অধিনস্ত কর্মচারী আপনাকে ঠকাতে পারে। মূল্যবান দ্রব্য হারিয়ে ফেলার আশঙ্কা। অনৈতিক সম্পর্ক থেকে সতর্ক হতে হবে।আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন। |