আর্সেনালের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস, ম্যানইউকে পেল মিলান |
![]() সিরি’আ লিগের চলতি মৌসুমে দ্বিতীয় স্থানে আছে মিলান। চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জিতলেও কখনও ইউরোপা লিগ জেতেনি ইতালিয়ান ক্লাবটি। অন্যদিকে, রেড ডেভিলরা আসরের একমাত্র শিরোপাটি জিতেছে ২০১৭ সালে। আর্সেনাল ইউরোপা লিগের ফাইনাল খেলেছে ২০১৯ সালে। এবার শেষ আটে যাওয়ার পথে তাদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। গত বছর গ্রীক ক্লাবটিকে আসরের গ্রুপ পর্বের শেষ-৩২ থেকে ছিটকে দিয়েছিল গানাররা। আরেক ইংলিশ ক্লাব টটেনহাম শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেভকে। স্কটিশ ক্লাব রেঞ্জার্স খেলবে গত সপ্তাহে লেস্টার সিটিকে হারিয়ে দেওো চেক প্রজাতন্ত্রের স্লাভিয়া প্রাগের বিপক্ষে। ইউরোপা লিগ ড্র আয়াক্স - ইয়ং বয়েজ, ডায়নামো কিয়েভ - ভিয়ারিয়াল, রোমা - শাখতার দোনেৎস্ক, অলিম্পিয়াকোস - আর্সেনাল, ডায়নামো জাগরেভ - টটেনহাম, ম্যানচেস্টার ইউনাইটেড - এসি মিলান, স্লাভিয়া প্রাগ - রেঞ্জার্স, গ্রানাদা - মোল্দে। -এমএ |