দলীয় শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের নির্দেশ হাসান মাহমুদের |
![]() এছাড়া সবাইকে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একযোগে কাজ করার আহ্বানও জানান তথ্যমন্ত্রী। পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যাবার পথে সিরাজগঞ্জে দলীয় নেতা, প্রশাসন ও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় এ আহ্বান জানান হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী বুধবার দুপুরে সিরাজগঞ্জের নলকায় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির রেস্টহাউসে এলে তাকে জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সাংবাদিকদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. কেএম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুসহ অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। -এবি/এনএন |