খুলে গেছে বেইলী ব্রীজের ৩ পাটাতন, যান চলাচল বন্ধ |
![]() মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় সংলগ্ন খিন্নী ছড়ার ওপরের বেইলী ব্রীজে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ভোর রাতে পাথর বোঝাই ভারী যানবাহন পারাপারের সময় এ ঘটনাটি ঘটে। এক বছর আগে এ বেইলী ব্রীজের দুটি পাটাতন খুলে গিয়েছিল। সেটি সংস্কার করে যানবাহন চলাচল শুরু হয়। এলাকাবাসীর দাবি, এখানে স্থায়ী ভাবে সিসি ঢালাই ব্রীজ নির্মাণ করতে হবে। না হলে বার বার এ ঘটনা ঘটবে। সড়ক জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, দ্রুত মেরামতকারী একটি দল ঘটনাস্থলে গিয়ে বেইলী ব্রীজের খুলে যাওয়া পাটাতন নতুন করে স্থাপন করে যানবাহন চলাচল স্বাভাবিক করবে। -এসএস/এমএ |