গরু উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করলো উত্তরা ফায়ার সার্ভিস |
![]() পরে দিশেহারা কচি বেগম কামারপাড়া টঙ্গী সংযোগ সড়কে দেখতে পান পুলিশের কর্তব্যরত সার্জেন্ট আসাদুজ্জামান খান ও ফারুকুজ্জামান মাসুম। সাহায্য চাওয়া মাত্র তারা বিষয়টি জানান উত্তরা ফায়ার সার্ভিসকে। মাত্র ১০ মিনিটের মধ্যেই উপস্থিত হয় উত্তরা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ৩০ মিনিটের চেষ্টায় গাভীটিকে উদ্ধার করে তারা। উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার হানিফ জানান, ১০ নাম্বার সেক্টর কামারপাড়া ব্রিজের নিচে একটি গরু পড়ে যাওয়ার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তরা ফায়ার স্টেশনের ইটি গাড়িসহ একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম অটোস্কেপ কেরাবিনা ও রশির সাহায্যে প্রায় ত্রিশ মিনিটের চেষ্টায় আমরা গরুটিকে উদ্ধার করতে সক্ষম হই। এদিকে গরুটির মালিক কচি বেগম বলেন, গরুটি ফেরত পাবার আশাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু পুলিশ ও ফায়ার সার্ভিসের অক্লান্ত চেষ্টায় গাভীটি জীবিত ফেরত পেলাম। ফায়ার সার্ভিস ও পুলিশের এমন সহযোগিতা পেয়ে আমরা খুবই আনন্দিত। এসআর |