৯৯৯-এ কল: ভারতীয় ১৫টি গরু আটক |
![]() সোমবার দুপুরে হেল্প লাইনের তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়ার নিদের্শনায় এসআই ইয়াকুব আলী নেতৃত্বে ভজনপুর ইউনিয়নের সিপাহী পাড়া গ্রামের বাশারুল ইসলাম বাদশার বাড়িতে অভিযান চালিয়ে চোরাইকৃত ১৫ টি ভারতীয় গরু আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক বাশারুল ইসলাম বাদশা পালিয়ে যায়। পুলিশ জানায়, স্থানীয়রা পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কল করে তথ্য প্রদান করেন। সেই তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশের চৌকস টিম নিয়ে অভিযান পরিচালনা কালে ভারতীয় চোরাইকৃত ১৫টি গরু আটক করা হয়। পরে আটককৃত গরুগুলো থানায় নিয়ে আসা হয়। এনিয়ে মামলার প্রস্তুতি চলছে। এব্যপারে মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, স্থানীয়রা জরুরি সেবায় কল করেন সেই কলে ভিত্তিতেই সেখানে অভিযান চালিয়ে চোরাইকৃত গরুগুলো আটক করা হয়। চোর এবং চোরাইকৃত গরু আশ্রয়দাতা বাড়ির মালিককে ধরতে পুলিশের টিম কাজ করছে। এসকেডি/এসআর |