জুয়া খেলায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা |
![]() সোমবার বিকেলে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নে বাতিয়া পূর্বপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত নারীর নাম আয়শা খাতুন (৩০)। তাঁর স্বামীর মোঃ মোস্তফা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান রোববার বিকেলে নিহত আয়শা খাতুনের পরিবারের অভিযোগ থেকে বলেন, আয়শা খাতুনের বাড়ি উপজেলার চুলধরী গ্রামে। প্রায় ১০বছর আগে নরিনা ইউনিয়নের বাতিয়া পূর্ব পাড়া গ্রামের শাহজাহানের ছেলে মোস্তফার সঙ্গে আয়শার বিয়ে হয়। বিয়ের পর বোনের সংসারে কোনো ঝামেলা ছিল না। তবে সম্প্রতি মোস্তফা অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন। এর জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ দেখা দেয়। জুয়া খেলায় বাধা দেন আয়শা। এতে মোস্তফা ক্ষুদ্ধ হন এবং রোবরার রাতে আয়শাকে মারধর করে শ্বাসরোধে হত্যার পর তাঁর মরদেহ বাড়ির পেছনে একটি আমগাছে ঝুলিয়ে রাখেন মোস্তফা। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলাও হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত কওে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মৃত আয়শা খাতুনের স্বামী মোস্তফা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এই ঘটনায় এথন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এবি/এসআর |