২৮ জন সাংবাদিকের নিরাপত্তা চেয়ে থানায় জিডি |
![]() সোমবার বিকেলে বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের বাদি হয়ে বোয়ালখালী থানায় এ জিভি করেন। ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের বলেন, আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল আলম ও তার সঙ্গীয় ব্যক্তিরা দৈনিক পূর্বকোণ পত্রিকায় একটি সংবাদ প্রকাশের জের ধরে বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলম বাবরকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদ জানালে শেখ শহীদুল আলম ও তার সঙ্গীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও জনসম্মুখে সাংবাদিকদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী দেওয়া হচ্ছে। এ ব্যাপারে বোয়ালখালী প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিকের জান-মালের নিরাপত্তা প্রশ্নে এ জিডি করা হয়েছে। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল আলম উপজেলার পূর্ব গোমদন্ডী বহদ্দারপাড়া মৃত আমিনুর রহমানের ছেলে। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে স্যানিটারী ইন্সপেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। এব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম সোমবার এ সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হয়েছে। একে/এসআর |