রায়পুরে মিনি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত |
![]() লক্ষ্মীপুরের রায়পুরে খায়ের হাট প্রিমিয়ার লীগ মিনি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মিরাজ মুক্তাদির (শাহিন বাহাদুর)। উপজেলার ৭ নং বামনী ইউনিয়নের উদীয়মান ব্লাড ডোনার’স ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান মাসুদ ভূঁইয়া। বামনী ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজন কুমার ঘোষের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ আজম সিদ্দিকী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ওয়াহিদুর রহমান মুরাদ, লক্ষ্মীপুর জেলা ও রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন পাটোয়ারী, ৭ নং বামনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বরকত উল্লা পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক মেহেদী হাসান মাছুম প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মিরাজ মুক্তাদির বলেন, খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকে। তাই আমি যুবকদের আহ্বান করবো যে পড়ালেখার পাশাপশি যেন তারা নিয়মিত খেলাধুলা করে। এতে করে শরীরের ব্যায়ামও হবে তেমনি মানসিক ভাবেও ভালো থাকবে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িয়ে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা। তাই মাদকসেবী বন্ধুদেরকেও পরিহার করতে হবে। কারণ কথায় আছে সৎ সঙ্গে সর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বক্তাদের আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। -ওআর/এমএ |