৪ ঘণ্টা পর ছাড়লো সিরাজগঞ্জ এক্সপ্রেস |
![]() চাবি খোয়া যাওয়ার ঘটনায় চার ঘণ্টা পর সিরাজগঞ্জ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সোমবার ভোর ৬টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে যাত্রা শুরুর কথা ছিলো ট্রেনটির। কিন্তু চাবি খোয়া যাওয়ায় সকাল ১০টায় চালু করতে হয়েছে ট্রেন। ট্রেনের পরিচালক হাজি আফজাল হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে বিকল্প চাবি এসে পৌঁছানোর পর ঢাকার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। তিনি জানান, রাতে প্ল্যাটফর্মে ট্রেন রেখে গেলে কে বা কারা ইঞ্জিন রুমের জানালা খুলে ট্রেনের রিভারসেল হ্যান্ডেলটি (চাবি) চুরি করে নিয়ে যায়। এখানে পর্যাপ্ত নিরাপত্তা থাকার কথা ছিল। তবে কীভাবে এটা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেন নির্দিষ্ট সময়ে চালু না হওয়ায় পড়েন চরম দুর্ভোগে পড়েন ঢাকামুখী যাত্রীরা। -এমএ |