অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১ |
রোববার রাত ১০টা ৪৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজী শামসুদ্দিন রামগড় নুরানি মাদ্রাসার শিক্ষক ও গার্ডপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। আহতরা হলেন, মোহাম্মদ শফিকুল ইসলাম (১৮), সিএনজিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক (১৮), নুরুল আমিন (৫৫) ও নুরুল আমিনের মেয়ে রাজিয়া খাতুন (২০)। নিহতের স্বজনরা জানান, পারিবারিক একটি বৈঠকে যোগ দিয়ে হতাহতরা নাকাপা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দারোগাপাড়া এলাকায় পৌঁছলে অটোরিকশাটি অন্য একটি অটোরিকশাকে ওভারটেকিং করতে গেলে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে সিএনজি চালকসহ ৫ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে। আর কাজী শামসুদ্দিনকে আহত অবস্থায় ফেনী আল কেমি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৪৫ মিনিটে তিনি মারা যান। রামগড় থানার অফিসার ইনচার্জ মো. শামসুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। -কেএস/এমএ |